ব্যবসায়ীরা শুধু মুনাফার জন্যেই ব্যবসা করছেন না, তারা একই সঙ্গে কর্মসংস্থান ও পণ্যসামগ্রীর সরবরাহ চেইনও স্বাভাবিক রাখছেন বলে মন্তব্য করেছেন সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল।
বুধবার চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় দেশের বৃহত্তম পাইকারি বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে পুলিশ প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম চেম্বার ও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম পুলিশ কমিশনারকে স্বাগত জানান।
সিএমপি কমিশনার কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও মেট্রোপলিটন চেম্বার পরিচালক আবুল বশর চৌধুরী, সহ-সভাপতি ও মেট্রোপলিটন চেম্বার পরিচালক মীর আবদুস সালাম, সাধারণ সম্পাদক ও চিটাগাং চেম্বারের পরিচালক ছৈয়দ ছগীর আহমদ, যুগ্ম সম্পাদক এস এম কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন