সিলেট সিটি করপোরেশনের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরী ফের সিলেটে এসেছেন।
বুধবার দুপুরে নভোএয়ারের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় আজ বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে সিলেট এসেছেন তিনি।
সাবেক অর্থমন্ত্রী এএসএম কিবরিয়া হত্যাকান্ডের ঘটনায় হত্যা মামলা ও বিস্ফোরক মামলা থেকে ১৫ দিনের জামিন পেয়ে গত ২৮ মার্চ কারামুক্ত হন আরিফুল হক চৌধুরী। নিজের ও মায়ের অসুস্থতার জন্য তিনি আদালত থেকে জামিন পেয়েছেন। তবে মামলায় নিয়মিত হাজিরা দিতে হচ্ছে তাকে।
কারামুক্ত হওয়ার পরদিন সিলেট এসে মায়ের সাথে দেখা করেন আরিফ। এছাড়া ৩০ ও ৩১ মার্চ কিবরিয়া হত্যা মামলায় সিলেট দ্রুত বিচার আদালতে হাজিরা দেন তিনি। সিলেটে তিনদিন অবস্থান করে ফের ঢাকায় চলে যান তিনি। সেখানে চিকিৎসা চলছে তার।
বিডি-প্রতিদিন/ ০৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন