রাজধানীর মিরপুরের সেনপাড়ায় একটি কার্পেটের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন আগুন নিয়ন্ত্রণের কথা নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ সেনপাড়ার ওই দোকানে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম জানান।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। তবে, কিভাবে আগুনের সূত্রপাত হলো তা তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
বিডি-প্রতিদিন/২২ আগস্ট, ২০১৬/মাহবুব