রাজধানীর মিরপুরের সেনপাড়ায় একটি কার্পেটের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে আসলেও এ ঘটনায় মো. মামুন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টায় আগুন লাগার ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের অধাঘণ্টা চেষ্টায় ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নিজামুল হক জানান, অগ্নিকাণ্ডের সময় মো. মামুন (২৮) নামে এক যুবক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২২ আগস্ট, ২০১৬/মাহবুব