রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, চারজন মাদক ব্যবসায়ী এবং ১২ জন মাদকসেবী ও অন্যান্য মামলার আসামি।
সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহানগরীর চার থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও ডিবি পুলিশ এদের গ্রেফতার করে। এর মধ্যে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৩ জন, রাজপাড়া থানা ১০ জন, মতিহার থানা আটজন, শাহ মখদুম থানা তিনজন এবং ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করে। দুপুরে গ্রেফতার সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ২২ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন