চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সদর এলাকার এক প্রতিবেশীকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড ও মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউজ্জামান। একই রায়ে আদালত ছেলেকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। তাছাড়া মাকেও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
সোমবার দুপুরে বিচারক এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শামসুন্নাহার ও তার ছেলে হুমায়ুন কবির। আসামিরা বর্তমানে কারাগারে। রূপালী ব্যাংক আগ্রাবাদ শাখার কর্মকর্তা এ খুনের শিকার হয়েছিলেন।
রাষ্ট্রপক্ষের কৌসুলি ও অতিরিক্ত জেলা পিপি অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত বলেন, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় ছেলেকে মৃত্যুদণ্ড ও মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও সম্পত্তি নিয়ে পূর্ব শক্রতার জেরে ২০০৫ সালের ১০ জুন চন্দনাইশ সদরে গ্রামের বাড়িতে মনির আহমেদ চৌধুরী খুন হন। আসামিদের মধ্যে প্রতিবেশী শামসুন্নাহার মনির আহমেদের বুকে লাঠি দিয়ে আঘাত করে এবং তার ছেলে হুমায়ুন কবির কোদাল দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত মনিরকে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার দিন নিহতের ছেলে তানভির ইবনে মনির বাদি হয়ে চন্দনাইশ থানায় শামসুন্নাহার ও তার দুই ছেলে হুমায়ুন ও শাওনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ২০০৬ সালের ১৯ এপ্রিল শাওনকে অব্যাহতি দিয়ে মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০৮ সালের ২৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ১৬ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
বিডি প্রতিদিন/ ২২ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন