আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে গাবতলী থেকে উত্তর ও দক্ষিণবঙ্গগামী বাসের আগাম টিকিট বিক্রি শুরু করে কাউন্টারগুলো।
বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও শ্যমলী পরিবহন মালিক রমেশ চন্দ্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৬টা থেকেই গাবতলী থেকে উত্তর ও দক্ষিণবঙ্গগামী বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।
এদিকে, আগামী ১২ সেপ্টেম্বরকে ঈদ ধরে ঘরে ফেরার জন্য বেশির ভাগ মানুষই ৮ ও ৯ সেপ্টেম্বরের টিকিট চাইছেন বলে জানিয়েছেন কাউন্টারকর্মীরা। তাই অনেকে এই দু'দিনের টিকিট না পেয়ে ৭ তারিখের টিকিট কাটছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ অথবা ১৩ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ১১ সেপ্টেম্বর রবিবার থেকে শুরু হবে ঈদের ছুটি। এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
বিডি-প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৬/মাহবুব