সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
দেশে গণতন্ত্র চর্চার সুযোগ নেই অভিযোগ করে মির্জ ফখরুল বলেন, সরকার আগস্ট মাসে আমাদের কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না। তারা আমাদের পার্টি অফিসগুলো খুলতে দিচ্ছে না। সেগুলো প্রায়ই বন্ধ থাকে। তাই বলতে হয়, দেশে গণতন্ত্র চর্চার কোনো সুযোগ নেই।
সরকার জোর করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সুন্দরবন ধ্বংস করে কেন এ রামপাল কেন্দ্র। কি লাভ আছে জনগণের। জনগণের লাভ না থাকলেও এখানে সরকারের স্বার্থ আছে। এজন্য সুন্দরবন রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৬/মাহবুব