গাজীপুরের ভোগড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৩৮) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে মীরেরবাজার এলাকায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল নাটোরের সিংড়া থানার শৈলমারী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস ছালাম জানান, রাস্তা পারপারের সময় কোনো একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ১৩ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        