ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটে বাস থামিয়ে স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ২ নারীসহ ৮ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়াও ছিনতাই কাজে ব্যবহৃত দুই গাড়ি জব্দ করা হয়েছে।
সোমবার রাতে তাদের আটকের পর মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মহফিজুল ইসলাম।
আটকরা হলেন জয়গুন নেছা (৭০), মনিরা বেগম (৩০), নূরজ্জামান পাটোয়ারী (৪৫), মনির হোসেন (৪৫), আবুল কাসেম (৪০), শরিফ হোসেন (৩৫), স্বপন (২৭) ও নয়ন হোসেন বাবু (২৭)।
এসআই মহফিজুর বলেন, গত ২৭ অক্টোবর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ভুইগড় এলাকায় চলন্ত বাস থামিয়ে দুই স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে ওই আটজনকে সোমবার রাতে থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন সময় বিভিন্ন রাস্তায় দুটি হাইস গাড়ি ব্যবহার করে ছিনতাই করে থাকে। তাদের ব্যবহৃত সেই গাড়িগুলোও জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/মাহবুব