নারায়ণগঞ্জে বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলিসহ রাজিব হাসান (২৯) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি জানান জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম। গ্রেফতার রাজিব হাসান সিদ্ধিরগঞ্জ পাঠানটুলি এলাকার মৃত জামান মিয়ার ছেলে।