মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বরিশালে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ নামে একটি ইসলামী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের টাউন হল চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছারছীনার দারুন সুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মো. শরাফত আলী।
সংগঠনের বিভাগীয় আহবায়ক মির্জা মো. নূরুর রহমান বেগের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি কাজী মাওলানা মফিজ উদ্দিন, সেক্রেটারী মুফতি মো. দেলোয়ার হোসাইন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নেছার উদ্দিন খানসহ অন্যান্যরা।
বক্তারা বিপদগ্রস্থ রোহিঙ্গা মুসলমানদের এ দেশে জায়গা দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। এছাড়া মিয়ানমারের মুসলমানদের রক্ষার জন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৬/হিমেল