নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক)দলীয় প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে সাহস ও ন্যায়ের প্রতীক বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বিএনপি। বিগত দিনে মানুষ ভোট দিতে পারেনি। এ কারণে মানুষের অধিকার আদায়ের জন্য বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে।
মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ মহানগরের বন্দরের সিএসডি মোড় এলাকায় বিএনপির মনোনিত মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে পথসভায় অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এ সময় দলমত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সাখাওয়াতকে বিজয়ী করার আহ্বান জানান ফখরুল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি শুধু মেয়র নির্বাচন নয়, এ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তারেক রহমানকে নির্বাসন থেকে ফিরিয়ে আনা, বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদ, জনতাকে মিথ্যা মামলা থেকে মুক্তি দিতেই ধানের শীষকে এ নির্বাচনে বিজয়ী করাতে হবে।
তিনি আরও বলেন, এ নির্বাচনের দিকে সারা দেশবাসী তাকিয়ে আছে। বিগত দিনে নারায়ণগঞ্জবাসী অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে আন্দোলন করেছে। আমি বিশ্বাস করি, জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে ভোট দেবে।’
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ আজ শান্তিতে নেই। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। হাজার হাজার মানুষ জেলে আছে। মিথ্যা মামলায় তাদের হয়রানি করা হচ্ছে। আমাদের ছেলেদের ঘর থেকে তুলে নেওয়া হচ্ছে। গুম করা হচ্ছে। নারায়ণগঞ্জেও সাতজনের লাশ ভেসেছে শীতলক্ষ্যায়। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ প্রায় পাঁচশ’ তরুণ গুম হয়েছে। আওয়ামী লীগ সরকারই তাদের গুম করে হত্যা করেছে। এ সরকার জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে।’
এদিন, বেলা ৩টায় বন্দরের সোনাকান্দা এলাকা থেকে শুরু হয়ে সিএসডি মোড়ে গিয়ে শেষ হয় বিএনপির প্রচারণা। সেখানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান সারোয়ার, নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম, জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার, সাবেক এমপি আবুল কালাম, জেলা বিএনপির সেক্রেটারি কাজী মনিরুজ্জামান, ব্যারিস্টার মাহাবুবউদ্দিন খোকন প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/মাহবুব
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        