নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নিজ নিজ দলের প্রার্থীর পক্ষে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। এরই অংশ হিসেবে মঙ্গলবার দলীয় প্রার্থী সাখাওয়াতের পক্ষে প্রচারণার সময় অংশ নেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। কিন্তু ঘটনাচক্রে এদিন বিকালে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সাক্ষাৎ হয় আফরোজা আব্বাসের। এ সময় আইভীর কাছে ধানের শীষে ভোট চান তিনি। একই সঙ্গে আইভীও উল্টো আফরোজা আব্বাসের কাছে নৌকা প্রতীকে ভোট চান।
জানা গেছে, মঙ্গলবার সকালে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিতে কেন্দ্রীয় নেতাদের নিয়ে নারায়ণগঞ্জে যান আফরোজা আব্বাস। বিকালে গণসংযোগকালে আইভীর সঙ্গে দেখা হয়ে যায় তার। আইভী এসময় গাড়িতে থাকলেও আফরোজা আব্বাস এগিয়ে গেলে তিনি গাড়ির গ্লাস নামিয়ে কুশল বিনিময় করেন। তখন ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আইভীর দিকে লিফলেট এগিয়ে দেন আফরোজা। প্রত্যক্ষদর্শীরা জানান, এরপরই আইভী উল্টো নৌকা প্রতীকে ভোট চান এবং আফরোজাকেও নৌকার পক্ষে প্রচার চালাতে অনুরোধ করেন।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        