বরিশালে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে বুধবার দিনভর নানা কর্মসূচির আয়োজন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সরকারী-বেসরকারী বিভিন্ন দফর। বুধবার সকাল সাড়ে ৭টায় প্রথমে বরিশাল জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতারা জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতি নামফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ৯টায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি জেলা আওয়ামী লীগের পক্ষে এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর মহানগর আওয়ামী লীগের পক্ষে স্মৃতি ফলকে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।
সকাল পৌনে ১০টায় মহানগর বিএনপি’র সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া মহানগর বিএনপি’র পক্ষে শহীদ স্মৃতি নামফলকে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ১০টায় প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার মো. গাউস ও জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান শহীদ স্মৃতি নামফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। এ উপলক্ষে শহীদ স্মৃতি নামফলক চত্ত্বর এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
এদিকে, দিবসটি উপলক্ষে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আর বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করার কথা রয়েছে আওয়ামী লীগের।
এছাড়া বিকাল ৪টায় বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট বরিশাল সমন্বয় পরিষদ দিবসটি পালন উপলক্ষে নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে একটি র্যালি আয়োজন করবে।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব