সিলেটের ওসমানীনগরে এক তরুণীর আট টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাগজপুর এলাকার একটি সেতুর নিচ থেকে দুটি কাগজের কার্টুনে ভর্তি অবস্থায় লাশের খন্ডাংশগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার দুপুরে স্থানীয়রা দুটি পরিত্যক্ত কাগজের কার্টুনের একটিতে মানুষের খন্ডিত হাতের টুকরো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ অজ্ঞাত পরিচয়ের ২৬ বছর বয়সী ওই তরুণীর খন্ডিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী জানান- ধারণা করা হচ্ছে ওসমানীনগরের বাহিরের কোন স্থানে তরুণীটিকে হত্যা করে খন্ডিত মরদেহটি দুর্বুত্তরা এখানে ফেলে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        