বাংলাদেশের ৪৫তম বিজয় দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় সংসদকে কেন্দ্র করে '১৬ ডিসেম্বর : মৃত্যুঞ্জয়ী বাংলাদেশ' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউতে ওইদিন বিকাল ৫টায় এ অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত।
উল্লেখ্য, এ অনুষ্ঠানে জাতীয় সংসদ ভবনে দেশের গৌরবময় ইতিহাসের একটি দৃশ্যচিত্র ত্রিমাত্রিক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রদর্শন করা হবে।
এছাড়াও দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে গান পরিবেশন করবেন দেশের প্রখ্যাত শিল্পী সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, মমতাজ, জেমস্ ও ব্যান্ড অবসিকউর এবং চিরকুট। আবৃত্তি পরিবেশন করবেন- হাসান আরিফ ও রেখা সরকার।
বিডি প্রতিদিন/ ১৪ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        