রাজধানীর কারওয়ান বাজার বস্তি থেকে ইয়াবাসহ এক নিশি ( ১৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।
বুধবার সন্ধ্যায় তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সন্ধ্যায় উপপরিদর্শক (এসআই) কলিন্দ্রনাথ গোলদারের নেতৃত্বে একটি বিশেষ টিম কারওয়ান বাজারের রেললাইন বস্তি এলাকা থেকে নারী মাদক ব্যবসায়ী নিশিকে হাতেনাতে মাদকদ্রব্যসহ আটক করে। তার স্বামী মো.নাঈম ইসলামও একজন মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
আটক নিশির কাছ থেকে ১০২টি ইয়াবা ও ১৫শ' টাকা পাওয়া গেছে বলেও জানান তিনি।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        