চট্টগ্রামের বন্দরটিলা এলাকার আয়েশার মোড় থেকে ২৫ লিটার চোলাই মদসহ নজরুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়।
আটক নজরুলের বাড়ি নগরীর সিমেন্ট ক্রসিং এলাকায়।
ইপিজেড থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) নজরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্দরটিলার আয়েশার মোড় থেকে ২৫ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম