চট্টগ্রামের বন্দরটিলা এলাকার আয়েশার মোড় থেকে ২৫ লিটার চোলাই মদসহ নজরুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়।
আটক নজরুলের বাড়ি নগরীর সিমেন্ট ক্রসিং এলাকায়।
ইপিজেড থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) নজরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্দরটিলার আয়েশার মোড় থেকে ২৫ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        