এক যুগেরও বেশি সময় ধরে বিনা বিচারে আটক সাত বন্দিকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৪ জানুয়ারি তাদেরকে আদালতে হাজির করতে বলা হয়েছে। এ ছাড়া তাদের কেন জামিন দেওয়া হবে না এই মর্মে রুল জারি করেছেন আদালত।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
হত্যা মামলাসহ গুরুতর ফৌজদারি অপরাধের দায়ে বিভিন্ন মামলায় ২০০৩ সালে ঢাকার মতিঝিলের মাসুদ, গাজীপুরের বোর্ডবাজারের বাবু, কেরানীগঞ্জের ইমান্দিপুরের রাজীব হোসেন, ২০০৪ সাল থেকে কুষ্টিয়া সদরের রাসেল শেখ, ব্রাহ্মণবাড়িয়ার মোহম্মদ পারভেজ এবং ২০০৫ সাল থেকে নেত্রকোনার কমলাকান্দার লিটন ও বাড্ডার আদর্শনগরের সাইদুর রহমান গাজীরপুরের কাশিমপুর কারাগারে বন্দি রয়েছে। এদের কাউকে কাউকে অর্ধশতাধিক বারের বেশি সময় আদালতে হাজির করা হয়েছে। কিন্তু জামিন মেলেনি। মামলার বিচার কার্যক্রমও শেষ হয়নি।
উল্লেখ্য, এসব বন্দিদের বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের বিষয়টি আদালতের নজরে আনেন অ্যাডভোকেট বেহেশতী মারজান।