প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পুলিশ, বিজিবি ও র্যাবসহ সংশ্লিষ্ট বাহিনী যেন কঠোর ভূমিকা পালন করে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থীরা আচরণবিধি মেনে চললে আমরা একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারব।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাব কনভেনশন সেন্টারে নির্বাচনসংক্রান্ত সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন সিইসি।
কাজী রকিব উদ্দীন বলেন, নির্বাচনের দুইদিন আগে থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবে। এখন ২৭টি ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। প্রার্থীদের কোনোরকম অভিযোগ থাকলে মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ করবেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি অভিযোগ ভুল প্রমাণ হয় তাহলে অভিযুক্তকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় সিইসি ছাড়াও নির্বাচন কমিশনের কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আবু হাফিজ ও মোহাম্মদ শাহনেওয়াজ উপস্থিত ছিলেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        