বিজয়ের ৪৫তম বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের নিয়ে রাজশাহীতে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়। বৃহস্পতিবার সকালে নগরীর ভদ্রা স্মৃতি অম্লান চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। বিজয় শোভাযাত্রাটি তালাইমারী হয়ে শহীদ কামারুজ্জামান চত্বর, সাহেববাজার জিরোপয়েন্ট, সোনাদীঘির মোড়, সদর হাসপাতালের মোড় ও কাশিয়াডাঙ্গা মোড় হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
মুক্তিযোদ্ধাদের নিয়ে বিজয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফরহাদ আলী মিয়াসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেন।
এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে সকাল থেকে রাজশাহী শিশু একাডেমীতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামী গান, কবিতা আবৃত্তি ও দোয়া মাহফিল করেছে। এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৫ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ