‘আমরা স্বাবলম্বী হবো, সকলে কর দেব’ শ্লোগান নিয়ে বিভাগীয় শহর বরিশালে সর্বোচ্চ ভ্যাট দাতাদের সম্মাননা এবং ভ্যাট সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর অভিজাত হোটেলে বরিশাল কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার কেএম অহিদুল আলম।
অতিথি ছিলেন ঢাকার জাতীয় রাজস্ব বোর্ডের (মূসক গোয়েন্দা ও নিরীক্ষা) সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, ডিজিডিএফআই পরিচালক কর্নেল মো. মিজানুর রহমান, বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মো. জাহিদ হাছান, বরিশাল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চেম্বার সভাপতি সাইদুর রহমান রিন্টু।
ভ্যাট সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে বরিশাল বিভাগের ১০জন সেরা ভ্যাট দাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৬/ফারজানা