চট্টগ্রাম মহানগরীর ফয়েজ লেক এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং সংরক্ষণের অভিযোগে আটটি দোকনকে ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আজ সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহি অনুপমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহি অনুপম বলেন, অভিযানে বিভিন্ন দোকানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া পোড়া তেল ও নোংরা পানি ব্যবহার করে খাদ্য তৈরি, বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্যে খাদ্যপণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে অভিযানে আটটি দোকানকে ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার