নারায়ণগঞ্জে নিহত তিন জঙ্গির মরদেহ আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য তিন জঙ্গির মরদেহগুলো নিয়ে যাওয়া হয়।
আঞ্জুমান মুফিদুল ইসলামের কাকরাইল জোনের ডিউটি কর্মকর্তা রুহুল ইসলাম জানান, নিহত তিন জঙ্গির মরদেহগুলো জুরাইন গোরস্থানে দাফন করা হবে।
গত ২৭ অক্টোবর নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি তিনতলা বাড়িতে অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা। ওই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন হিট স্ট্রং ২৭। অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে গুলশান ও শোলাকিয়া হামলার মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত তামিম আহমেদ চৌধুরী ছিল।
বিডি প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৬/ফারজানা