ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক রবিউল ইসলাম (৩৫) নামে একজন নিহত হয়েছেন।আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম রাজবাড়ি জেলার পাংশা থানার বালিয়া পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, ছোট কুমিরা বাইপাসে ঢাকামুখী একটি লং ভেহিকেল (ট্রেলার) দাঁড়ানো ছিল। একটি ডাম্প ট্রাক সেটাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর চালক মারা যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার