নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় নামছে ১৪ দলের শরিক দল তরিকত ফেডারেশন। আজ সকালে নগরীর দেওভোগ এলাকায় মেয়র প্রার্থী আইভীকে নিয়ে বৈঠক করেন আওয়ামী লীগের নির্বাচনী সমন্বয়ক ও দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। এ সময় তরিকত ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান মাইজভান্ডারি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সাবেক সহ-সম্পাদক জহির শিকদার প্রমুখ। এছাড়াও স্থানীয় তরিকত ফেডারেশন ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে তরিকত ফেডারেশনের মহাসচিব হাবিবুর রহমান মাইজভান্ডারি বলেন, সংগঠনের চেয়ারম্যান এমপি হওয়ায় তিনি নির্বাচন কমিশনের বিধি মোতাবেক তিনি আসতে পারেননি। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ সিটিতে নৌকার পক্ষে কাজ করতে আপনাদের সাথে কথা বলতে। এখণ থেকে স্বাধীনতা পক্ষে শক্তির প্রতীক নৌকাকে বিজয়ী করতে মাঠে থাকবেন। এসময় উপস্থিত শত শত নেতাকর্মীরা হাত উঠিয়ে নৌকার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, আপনাদের (তরিকত) মতো আমরাও পীর ওলি ভক্ত মানুষ। আজকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী যেমন আওয়ামী লীগের প্রার্থী তেমনি ১৪দলেরও প্রার্থী। তাকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সকলের। আর মাত্র কয়েকদিন আছে। এই কয়েকদিনের মধ্যে আমাদের আরো ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামি-তাহলে বিজয় সুনিশ্চিত।
এনামুল হক শামীম বলেন, এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবচেয়ে জনপ্রিয় প্রতীক নৌকা। নারায়ণগঞ্জ সি্িট নির্বাচনে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভীও নগরীতে ব্যাপক জনপ্রিয়। আগামী ২২ ডিসেম্বর তার বিজয় হবেই। আইভীর বিজয় লাভের মধ্যে দিয়ে হবে-এই বিজয়ের মাসে আমাদের আরেকটা বিজয়।
বৈঠক শেষে শত শত নেতাকর্মীরা ও তরিকত ফেডারেশনের ভক্তবৃন্দ আইভীর পক্ষে প্রচার-প্রচারণায় নামেন। নির্বাচন পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং আইভীকে জয়ী করবেন বলে নেতাদের কাছে প্রতিশ্রুতি দেন।
বিডি-প্রতিদিন/ ১৫ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ