চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা ওয়াসা গেইট এলাকায় ডাকাতদলের সঙ্গে গোলাগুলির পর গুলিবিদ্ধ দুই ডাকাতকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় একজন পুলিশ সদস্যও আহত হন। আজ ভোরে গোলাগুলির এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো, মানিক (৩২) ও শাহজাহান (৪০)। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে নগর গোয়েন্দা পুলিশ জানান। আহত পুলিশ সদস্য নগর গোয়েন্দা পুলিশের এএসআই রতন কান্তি দত্ত এবং গুলিবিদ্ধ দুই ডাকাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান বলেন, মোহরা এলাকায় পুলিশের টহলদল একটি গাড়িকে থামার সংকেত দিলে চালক পুলিশ সদস্যদের উপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করে এবং গাড়ির ভেতর থেকে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলিতে এএসআই রতন কান্তি আহত হন। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে কিছু অস্ত্র ও প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার