'মিতু হত্যাকাণ্ডের সঙ্গে বাবুলের সম্পৃক্ততা থাকলে অবশ্যই তা তদন্ত করা হোক। শুধু বাবুল নয়, অন্য কেউও যদি জড়িত থাকে তাও তদন্ত করে দেখা হোক।' বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সিএমপি কার্যালয়ে মিতু হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের সময় মামলার তদন্তকারীর কর্মকর্তাকে এ কথা বলেছেন মিতুর বাবা ও সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন।
দুপুর দুইটার দিকে তদন্তকারী কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের মোশাররফ হোসেন বলেন, মিতু হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলতে তদন্তকারী কর্মকর্তা আমাকে ডেকেছিলেন। এসময় হত্যাকাণ্ডের সঙ্গে বাবুলের সম্পৃক্ততার প্রশ্ন উঠে আসলে আমি বলেছি, ‘মিতু হত্যাকাণ্ডের সঙ্গে বাবুলের যদি কোন সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই তা তদন্ত করা হোক। এ বিষয়ে আপনাদের কাছে কোন তথ্য থাকলে তা তদন্ত করে দেখুন। তবে শুধু বাবুল নয় অন্য কেউও যদি জড়িত থাকলে তাও তদন্ত করে দেখা হোক।'
মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান বলেন, মিতু হত্যাকাণ্ডের বিষয়ে কিছু তথ্য জানার জন্য তার বাবা ও বাবুল আক্তারের শ্বশুর মোশারফ হোসেনকে আমার কার্যালয়ে আসার অনুরোধ করেছিলাম। উনার দিক থেকে বিষয়টা আমরা জেনেছি। তথ্যগুলো আমলে নিয়ে তদন্ত করা হবে।
গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ওআর নিজাম রোডে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন সদর দপ্তরে কর্মরত তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ