চট্টগ্রাম থেকে শাহজালাল বিমানবন্দরে আসা মহিউদ্দিন (৩০) নামে এক যাত্রীর দেহ তল্লাশি করে আজ দুপুরে প্রায় ৪ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্বীকার করেন। পরে তার দেহ তল্লাশি করে কোমরে স্কচটেপ পেচানো অবস্থায় ৩ কেজি ৪৫০ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এএইচএম আহসানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টার্মিনাল পার হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজি-০০২২ ফ্লাইটে চট্টগ্রাম থেকে আসা যাত্রী মহিউদ্দিনকে চ্যালেঞ্জ করলে তা বেরিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার