চট্টগ্রাম ছাত্রলীগের অন্তর্কোন্দলে নিয়ে বসা বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভিসি ড. ইফতেখার উদ্দিন কে সতর্ক করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় মন্ত্রী সতর্ক করেন ভিসিকে। এসময় এবিএম মহিউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য, চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নূর ই আলম চৌধুরী মিনা, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদেরকে চবি ভিসিকে উদ্দেশ্যে করে বলেন, ছাত্রলীগ কি আপনাকে ভিসি বানিয়েছে? নাকি ছাত্রলীগ আপনাকে চেয়ারে রাখতে পারবে। আপনি কোন পক্ষ নেবেন না। আপনার এত পার্টিজান হওয়ার দরকার নেই তো। রাজনৈতিক দল কিংবা আদর্শের প্রতি আপনার সমর্থন থাকতে পারে। সেটা অন্যায় কিছু নয়। কিন্তু বিশ্ববিদ্যালয় চালাতে তো আপনাকে নন পার্টিজান হতে হবে।’
এসময় মন্ত্রীকে উদ্দেশ্য করে ভিসি বলেন, ‘চবি ছাত্রলীগ সামান্য এবং ছোটখাটো বিষয়ে মারামারি করে।’
জানা যায়, চট্টগ্রাম ছাত্রলীগের অন্তর্কোন্দল নিয়ে রবিবার সকালে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসায় বৈঠক ডাকেন ওবায়দুল কাদের। মন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান নওফেল চবি এবং মহানগর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে ফোন করে বৈঠকে আসার অনুরোধ করেন। বৈঠকে চবি সভাপতি আলমগীর টিপু ছাড়া চট্টগ্রাম মহানগরী এবং চবি’র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালে ওয়াবদুল কাদেরের নির্দেশে নওফেল একাধিকবার টিপুকে ফোন করেন। কিন্তু টিপু ফোন রিসিভ করেননি। এ বিষয়ে আলমগীর টিপু বলেন, ‘সকালে শরীরে খুব জ্বর ছিল। সাথে ব্যাথাও। তাই বিছানা থেকে ওঠতে এবং ফোন রিসিভ করতে পারিনি।’