রাজধানীর দক্ষিণখানের আশকোনার সূর্য ভিলায় পুলিশের জঙ্গি বিরোধী অভিযানে নিহত তানভির কাদেরির ছেলে কিশোর আফিফ কাদেরির মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে তার মরদেহ উদ্ধার করো হয়।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা সাংবাদিকদের বিষয়টি জানান।
জঙ্গি আস্তানার খবর পেয়ে শুক্রবার রাতে দক্ষিণখানের সূর্য ভিলার বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। শনিবার দুপুরে পুলিশ জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানায়। তারা আত্মসমর্পণ না করায় ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে এক নারী জঙ্গি ও তানভির কাদেরির ছেলে আফিফ কাদেরি নিহত হন। নিহত ওই নারী জঙ্গির লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ