ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে লিবিয়াতে মানব পাচারকারী চক্রের ১৬ সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল ভিসা, অবৈধ পাসপোর্ট এবং এসব তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
রবিবার রাতে সরঞ্জামসহ পাচারকারীদের আটক করা হয় বলে জানান র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সরকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।
তিনি জানান, এই চক্রটি বাংলাদেশ থেকে লিবিয়াতে মানবপাচারে জড়িত ছিল। তাদের কাছে পাচার হয়েছে এমন ৪ জন ভিক্টিমকে দূতাবাসের সহায়তায় উদ্ধার করা হয়েছে। আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল ভিসা, অবৈধ পাসপোর্ট এবং এসব তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৬/মাহবুব