চট্টগ্রামে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচলে এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। তবে আহত চারজন হলেন নাজিম উদ্দিন (৩৫), লায়লা বেগম (৩৫), কামাল হোসেন (৩২) ও আলমগীর হোসেন (৩৫)।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম