রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও একজন।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, রামপুরা মহানগর প্রজেক্ট সংলগ্ন হাতিরঝিল দিয়ে যাওয়ার সময় হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। এর মধ্যে একজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, নিহত ব্যক্তির লাশ মর্গে রাখা হয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৭/হিমেল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        