হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭৫ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ক্যান্সারের ওষুধ জব্দ করেছে ঢাকা কাস্টমস। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতের খবর পেয়ে এসব ওষুধ জব্দ করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার ওমর মোমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে কুয়েত থেকে মোহাম্মদ সাইদ নামে এক যাত্রী বিমানবন্দরে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে তার ওপর নজরদারি করা হলে ওই যাত্রী তার সঙ্গে থাকা তিনটি ব্যাগ রেখে পালিয়ে যান।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাগ খুলে ৪৪ হাজার ৬৭৮ পিস বিভিন্ন ধরনের ক্যান্সারের ওষুধ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা। ব্যাগের ট্যাগ নম্বর থেকে যাত্রীর নাম মোহাম্মদ সাইদ বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৭/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        