শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বুধবার রাতে ট্যাগহীন পরিত্যক্ত অবস্থায় তিনটি ব্যাগেজ থেকে এসব সিগারেট উদ্ধার করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।
তিনি বলেন, জব্দ করা কার্টনে মোট ৩১ হাজার ৬০০ শলাকা আছে, যার মধ্যে সুইজারল্যান্ডের ডানহিল ব্র্যান্ডের দি হাজার ও কোরিয়ান ইজি ব্যান্ডের এক হাজার ৬০০ শলাকা সিগারেট রয়েছে।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৭/মাহবুব