ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আবদানী গ্রামে আজ বিকালে অভিযান চালিয়ে এক কিশোরীর (১৫) বাল্য বিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট শাহনাজ মিথুন মুন্নি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কিশোরীর মা ও দাদাকে আটক করা হয়। পরে ১৮ বছরের পর মেয়েটিকে বিয়ে দিবেন এমন শর্তে তারা ছাড় পান।
সংবাদ সূত্রে জানা যায়, আবদানী গ্রামে এক কিশোরীর গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, এমন খবর পেয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগমকে নিয়ে ম্যাজিস্ট্রেট শাহনাজ মিথুন মুন্নি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        