বিশ্ব ইজতেমায় যোগ দেওয়ার পর তিন মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এই তিন মুসল্লির মৃত্যু হয়। এই তিন মুসল্লি হলেন সাথিয়ারা সদর উপজেলার খেজুরডাঙ্গা এলাকার আব্দুস সাত্তার (৬৫), টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নিজবন্নী এলাকার জানু ফকির (৬৮) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার মারুয়া এলাকার ফজলুল হক (৬০)।
টঙ্গী সরকারী হাসপাতালের চিকিৎসক মামুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "বৃহস্পতিবার বিকেলে ৪টার দিকে আব্দুস সাত্তার ও সন্ধ্যা ৬টার দিকে জানু ফকিরকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল। তবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।"
এর আগে সকালে ফজলুল হককেও (৬০) মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মারুয়া এলাকার বাসিন্দা।
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৩
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        