রাজধানীর তেজগাঁও থানাধীন 'হোটেল ফার্মগেট' থেকে শফিক আহম্মেদ চৌধুরী (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে হোটেলের ৭১০ নম্বর কক্ষের দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। শফিক আহম্মেদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
হোটেল সূত্র জানায়, নিহত ব্যক্তি গত তিনদিন আগে হোটেলে ওঠেন। তার ঠিকানা চট্টগ্রাম লালখান বাজার। শুক্রবার তার হোটেল ছেড়ে দেওয়ার কথা। সকালে তাকে ডাকা-ডাকি করে দরজা না খোলায় পুলিশে খবর দেই। পুলিশ এসে ওই কক্ষের দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ