রাজশাহী মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানের (পার্ক) পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, "দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।"
তিনি আরও জানান, ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। মৃত্যুর কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ জানান, "লাশটি ড্রেনে পড়েছিল। মাথাসহ শরীরের কয়েকটি অংশে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"
বিডি-প্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫