সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৭-১৮ সেশনের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ১০টার পর থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনে ভোটগ্রহণ শুরু হয়।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নেতা-সমর্থকরা নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝি ও অনৈক্যের রেখা মুছে গতবারের মতো এবারও সমিতিতে নিরঙ্কুশ বিজয় ধরে রাখতে চাইছেন। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থকরা চাইছেন জয়ের ধারায় ফিরতে। এ ক্ষেত্রে ঢাকা বারের নির্বাচনে ব্যাপক সাফল্যে উজ্জীবিত তারা।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির দুই দিনব্যাপী নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় সকাল ১০টায়। দুপুর ১টায় ১ ঘণ্টার বিরতি দিয়ে ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। আগামীকাল একইভাবে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি-জামায়াত সমর্থকরা।
নির্বাচন পরিচালনা করছেন এ ওয়াই মশিহুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপকমিটি। এবার আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীসহ সমিতির ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন। নির্বাচনে ভোটার ৫ হাজার ৮০ জন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে আবদুল মতিন খসরু, সহসভাপতি হোসনে আরা বেগম ও মো. অজিউল্লাহ, সম্পাদক পদে রবিউল আলম বুদু, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম হিরু, সহসম্পাদক পদে মো. সেলিম আজাদ ও মো. শফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সাতটি সদস্য পদে এ বি এম নূরে আলম উজ্জ্বল, কুমার দেবুল দে, হাসিনা মমতাজ, মাহমুদুন নবী উজ্জ্বল, মো. হাবিবুর রহমান হাবিব, মো. রুহুল আমিন, শেখ মোহাম্মদ মাজু মিয়া প্রার্থী হয়েছেন।
অন্যদিকে জাতীয়তাবাদী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে জয়নুল আবেদীন, সহসভাপতি পদে উম্মে কুলসুম বেগম রেখা ও গোলাম রহমান ভূঁইয়া, সম্পাদক পদে এ এম মাহবুব উদ্দিন খোকন, কোষাধ্যক্ষ পদে এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, সহসম্পাদক পদে কাজী জয়নুল আবেদীন ও শামীমা সুলতানা দীপ্তি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাতটি সদস্য পদে লড়ছেন মো. আহসান উল্লাহ, শেখ তাহসীন আলী, মো. ইমদাদুল হক, মো. মুসাব্বির হাসান ভূঁইয়া রোমান, আয়েশা আক্তার, মৌসুমী আখতার ও মোহাম্মদ হাসিবুর রহমান।
এবারের নির্বাচনে দুই দলের সমর্থিত প্রার্থী ছাড়াও স্বতন্ত্রভাবে সভাপতি পদে একজন এবং সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমিতির কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি ও সহসম্পাদকের পদ দুটি করে। গত নির্বাচনে সভাপতিসহ আটটি পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিতরা। অন্যদিকে সম্পাদকসহ ছয়টিতে জয় পান বিএনপি সমর্থিতরা।
বিডি প্রতিদিন/২২ মার্চ, ২০১৭/ফারজানা