রাজধানীর উত্তরা ও ডেমরার মাতুয়াইলে পৃথক ঘটনায় হাফিজুর রহমান (১৮) ও সোহাগ (৩২) নামে দুইজনের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জানা যায়, উত্তরা ১১ নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোডের হেন্ডিং রেস্টুরেন্টে কাজ করতেন হাফিজুর। সকালে থালাবাসন ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন হাফিজুর। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে সকালের দিকে ডেমরা মাতুয়াইল কোনাপাড়ার একটি বাসায় সোহাগ গলায় ফাঁস দিয়ে আত্মহ্যাতা করেন বলে জানান তার প্রতিবেশী শহিদুল ইসলাম।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরির্দশক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য দুই মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৭/হিমেল