রাজধানীর মিরপুর ও গুলিস্তান থেকে পৃথক দুই ঘটনায় ৩ ব্যক্তির কাছ থেকে প্রায় ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়া তিন ব্যক্তি হলেন- মিরপুরের জহুরুল ইসলাম (৪৫)। তিনি একজন প্রকৌশলী। এছাড়া গুলিস্তানের পরিমল সরকার (২৭) ও বিদ্যুৎ (২৩) নামে দুই ভাইও ঘটনা দু’টির শিকার হন। পরে তাদের অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে জহুরুল ইসলামের শ্যালক আশরাফুল হক সুমন জানান, ‘জহুরুল ভাই আজ (বৃহস্পতিবার) সকালে জবালে নূর পরিবহন কাউন্টারে অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি।’ জহুরুল ইসলাম সঙ্গে থাকা ৫০ হাজার টাকা খুইয়েছেন বলেও জানান আশরাফুল হক সুমন।
পরিমল ও বিদ্যুতকে ঢামেকে ভর্তি করেন তাদের দূর-সম্পর্কের ভাই মিথুন। তিনি জানান, বিদ্যুৎ উত্তরায় সিকিউরিটি গার্ডের কাজ করেন। পরিমল সিঙ্গাপুর যাওয়ার জন্য বিদ্যুতকে নিয়ে পল্টন যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এতে তাদের কাছে থাকা দেড় লাখ টাকা খোয়া যায়।