আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদের দুই হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা আর বিএনপির মনিরুল হক সাক্কুর নির্বাচনী প্রচারণা এখন জমজমাট। প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও দুই বড় দলের এবং ১৪ দলীয় জোট ও ২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা বৃহস্পতিবার গণসংযোগ করেন।
কেন্দ্রীয় ১৪ দলের গণসংযোগ :
১৪ দলের কেন্দ্রীয নেতা ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, নারায়ণগঞ্জের জনগণ নৌকাকে ভোট দিয়ে যেমনি ভাবে ইতিহাস রচনা করেছেন, ঠিক তেমনি ভাবে আমরা আশা রাখি ৩০ মার্চ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সীমা আপাকে নৌকায় ভোট দিয়ে ইতিহাস সৃষ্টি করবে কুমিল্লার জনগণ। নৌকা জয়লাভ করলে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী হবে। উন্নয়নের জোয়ার সামনের দিকে এগিয়ে যাবে।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা দক্ষিণ আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ দলের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কে এম এনামুল হক শামীম, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত কুমার নন্দী, জাসদ এর সহ সভাপতি ফজলুর রহমান বাবু, গণতন্ত্র পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ওয়াকার্স পার্টির মাহমদুল হাসান মানিক, তরিকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী, কমিনিস্ট কেন্দ্রের যুগ্ম আহবায়ক অসিত বরুন রায়, ন্যাপ এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল মজিদ বেলাল, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ।
কেন্দ্রীয় ২০ দলের প্রচারণা
কুসিক নির্বাচনে ২০ দলের প্রধান সমন্বয়কারী এলডিপির মহাসচিব সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদের নেতৃত্বে ২০ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকাল থেকে কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে ২০দল সমর্থিত বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কুর সমর্থনে প্রচার পরিচালনা করেন। বিকেল ৪টা থেকে কুমিল্লা জজ কোট এলাকা থেকে ২০ দল নেতৃবৃন্দ প্রচারণা শুরু করেন।
এ সময় জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাঈফ উদ্দিন মনি, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম, বাংলাদেশের সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহম্মেদ, পলিট ব্যুরোর সদস্য কমরেড কাজী মোস্তফা কামাল, কমরেড সাইফ উদ্দিন মাহমুদ জুয়েল, কমরেড সুরাইফুল ইসলাম মাহফুজ, কমরেড আহমদ ভূইয়া প্রমুখ নেতৃবৃন্দ প্রচারণায় অংশ নেয়।
এদিকে সকালে নগরীর চৌয়ারার নোয়াগ্রামে বিএনপি চেযারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কর্মী সভায় নজরুল ইসলাম খান বলেন সকল বিভ্রান্তি, ক্ষুদ্র স্বার্থ ভুলে কুসিক নির্বাচনে বেগম খালেদা জিয়ার প্রার্থী মনিরুল হক সাক্কুকে ধানের শীষে বিজয়ী করতে বিএনপির নেতকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে। যার যার অবস্থান থেকে দলীয় ঐক্য ও সংহতি বজায় রেখে নির্বাচনী কাজ জোরদার করতে হবে।