রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদ হাসান আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানান।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর এস কে সূর চৌধুরী ও আবু হেনা মোহা. রাজী হাসান রাজি ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন