সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘জঙ্গি আস্তানা’য় উপস্থিত হয়েছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ব্যাটালিয়ানের সদস্যরা।
শুক্রবার রাত পৌনে আটটার দিকে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ এ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানে যোগ দেন মেজর রোকন ও মেজর রাব্বীর নেতৃত্বাধীন প্যারা-কমান্ডো ব্যাটালিয়ানের সদস্যরা।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার গোলাম কিবরিয়া বলেন, সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, ভেতরে কি পরিমাণ গোলাবারুদ ও জঙ্গি আছে সে ব্যাপারে। তবে পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুকূলে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে ঘটনাস্থলে প্যারা-কমান্ডো পৌঁছানোর কিছুক্ষণ আগে ‘আতিয়া মহল’ থেকে হাতকড়া ও হেলমেট পরিহিত এক যুবককে বের করে সোয়াট সদস্যরা।