বরিশাল বিভাগের ৬ জেলায় ১১ লাখ ৬৩ হাজার ৭৪০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিনভর কার্যক্রম চালানো হয়েছে। ৬ মাস থেকে ১১মাস বয়সের ১ লাখ ২৫ হাজার ৭৮ শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১৫ মাস থেকে ৫৯ মাস বয়সের ১০ লাখ ৩৮ হাজার ৬৬২ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলে।
আজ সকাল ৯টায় নগরীর জুমির খান সড়কের আখতার-আমজাদ নগর স্বাস্থ্য কেন্দ্রে এক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে সিটি করপোরেশন এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্ধোধন করেন সিটি করপোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান। এ সময় বিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান এবং ইউনিসেফ'র বিভাগীয় প্রধান তৌফিক আহম্মেদ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রায় একই সময়ে বরিশাল জেলার উজিরপুর উপজেলা সদরে এক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে বিভাগে এই কার্যক্রমের উদ্বোধন করেন, বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান। এ সময় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মাহাবুবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, দিনব্যাপী কার্যক্রম ছাড়াও আগামীকাল থেকে ৯ আগস্ট পর্যন্ত ৪দিনব্যাপী বরিশাল জেলার যোগাযোগ বিচ্ছিন্ন মেহেন্দিগঞ্জ, মুলাদী ও হিজলা উপজেলার বাদ পড়া শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিভাগের মধ্যে বরিশাল জেলায় ৩ লাখ ১ হাজার ৮১৬ শিশুকে (সিটি এলাকায় ৪৮ হাজার ৫৩৫জন সহ), পটুয়াখালীতে ২ লাখ ৬৭ হাজার ৭৪০ শিশুকে, ভোলায় ২ লাখ ৪৩ হাজার ৯৩২ শিশুকে, পিরোজপুরে ১ লাখ ২১ হাজার ৩৯০ শিশুকে, বরগুনায় ১ লাখ ২৮ হাজার ৫শ’ শিশুকে এবং ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৬২জন শিশু।
বিডি প্রতিদিন/এ মজুমদার