ডিএনডির জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন ডিএনডিবাসী। শুক্রবার জুমার নামাজের পর ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডস্থ ডিএনডি পাম্প হাউজের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী। এসময় তিনি বলেন, ডিএনডিতে প্রায় ২০ লাখ লোকের বসবাস। প্রায় ৪ মাস ধরে ডিএনডিবাসী জলাবদ্ধতার মধ্যে পানিবন্দী হয়ে দুর্বিসহ জীবনযাপন করছে। মানুষ নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। পানিবন্দী মানুষের পাশে এসে কেউ দাঁড়ায়নি। স্থানীয় সাংসদকে ডিএনডিবাসীর পানিবন্দী জীবনের চিত্র সংসদে জোরালোভাবে তুলে ধরার জন্য তিনি অনুরোধ জানান।
সামসুল আলম বাদলের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন নেকমত আলী দেওয়ান, মাওলানা নাছিম রেজা ও হাসানুজ্জামান সাকী প্রমুখ। এসময় মানববন্ধনে কয়েক হাজার এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনের পর দুপুর আড়াইটায় শিমরাইল পাম্প হাউজে গিয়ে দেখা গেছে, ডিএনডিতে পানির উচ্চতা ৩ দশমিক ৮৫ মিটার। এটা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৩৫ মিটার বেশী। গত প্রায় একমাস যাবত পানির স্তর একই ছিল। অপরদিকে শীতলক্ষ্যায় পানি বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৮০ মিটারে। ১২৮ কিউসেক সেচ ক্ষমতা সম্পন্ন ৪টি পাম্পের মধ্যে চালু রয়েছে মাত্র ২ টি।
পাম্প হাউজের একটি সূত্র জানায়, বাকী ২টি পাম্প এপ্রিল থেকে বিকল রয়েছে। তবে পাম্প হাউজের দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী রাম প্রসাদ বাছার জানায়, ২টি পাম্পের একটি ৩১ জুলাই রাত থেকে বিকল এবং অন্যটির পাখা গত সপ্তাহ থেকে বিকল রয়েছে। এছাড়া ৫ কিউসেক সেচ ক্ষমতা সম্পন্ন ২২ টি পাম্পের মধ্যে মাত্র ৮-৯ টি চালু থাকে বাকী পাম্পগুলো বিকল হয়ে রয়েছে।
পাম্প হাউজের আরেকটি সূত্র জানায়, ডিএনডি পাম্প হাউজের সাবেক নির্বাহী প্রকৌশলী গোলাম সারোয়ার শুষ্ক মৌসুমে পাম্পগুলো মেরামত না করে নিজের আত্মীয় ঠিকাদারদের মাধ্যমে পাম্প হাউজের অন্যান্য জিনিস সংস্কার করেছিল। এ ছাড়া তার ছেলে অপু ও ভাজতির জামাই বেলালসহ আত্মীয়দের এ পাম্প হাউজে চাকরি দিয়ে নিজের খেয়াল খুশিমত কাজ করেছিল। এতে করে ভালভাবে পাম্প হাউজের সম্পূর্ণ সংস্কার না করায় পাম্পগুলো দিয়ে ভালভাবে পানি নিষ্কাশন করতে পারছে না বর্তমান পাম্প হাউজের কর্মকর্তারা। ফলে ডিএনডিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ডিএনডিবাসীকে ভোগ করতে হচ্ছে অবর্ণীনীয় দুর্ভোগ।
বিডি প্রতিদিন/২৫ আগস্ট ২০১৭/হিমেল