চট্টগ্রামে কোনভাবেই কমছে না সবজির দাম। গত এক মাস ধরে বাজারে সবজির দাপট চলছে। কোন কোন সবজি প্রতি কেজি ৮০ টাকা পর্যন্ত বিক্রি করছে। শুক্রবার চট্টগ্রামের প্রধান কাঁচাবাজার-বক্সিরহাট, রেয়াজুদ্দিন বাজার, কর্ণফুলী বাজার, বহদ্দারহাট ও চকবাজারে খোজ নিয়ে এ চিত্র পাওয়া যায়।
শুক্রবার নগরের বক্সির হাটে প্রতিকেজি বেগুন বিক্রি হয় ৬০ থেকে ৭০ টাকা, বরবটি শিম ৬০ থেকে ৭০ টাকা, তিতকরলা ৮০ টাকা, কাকরল ৬০ টাকা, মিষ্টি কুমরা ৪০ টাকা, বাংলা কধু ৪০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৭০ টাকা, পেপে ৪০ টাকা। গত এক মাস ধরেই এসব সবজির মূল্য এই দামেই চলছে।
সবজি ক্রেতা আনাস আবরার বলেন, বন্যা ও বৃষ্টির অযুহাত দিয়ে সবজির দাম ক্রমেই বাড়তে আছে। এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যাথা নেই। বন্যার আগে যদি চাহিদার পরিমাণ প্রয়োজনীয় সবজি গুদামজাত করা হতো এবং এরপর যদি তা বাজারে ছাড়া হতো- তাহলে সবজির দাম এত বেশি হতো না।
বক্সির হাটের সবজি বিক্রেতা হামিদুল হক বলেন, সবজির চাহিদার তুলনায় সরবরাহ কম। তাই দাম একটু বেশি। তাছাড়া দেশের বেশ কয়েকটি জেলায় বন্যার প্রভাবও পড়ছে কাঁচা সবজির ওপর। তবে আগামী কিছু দিনের মধ্যে বাজারে নতুন নানা ধরনের সবজি আসবে। তখন মূল্য কমবে।
এদিকে, বাজারে স্থিতিশীল আছে মাছের দাম। তবে দাম কমছে ইলিশের। শুক্রবার নগরের রেয়াজুদ্দিন বাজারে মাঝারি আকারের প্রতিকেজি ইলিশ বিক্রি হয় ৩০০ টাকা, বড় আকারের ইলিশ বিক্রি হয় ৩৫০ থেকে ৪০০ টাকা। তাছাড়া প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে (সাইজভেদে) ২০০ থেকে ৪০০ টাকা, কাতাল মাছ ৩০০ থেকে ৪০০ টাকা, পোয়া মাছ ১৫০ থেকে ৩০০ টাকা, লইট্রা মাছ ১০০ থেকে ১২০ টাকা, চিংড়ি মাছ ৪০০ থেকে ৫০০ টাকা, তেলাপিয়া মাছ ১৩০ থেকে ১৫০ টাকা, ফার্মের কৈই মাছ ১৫০ থেকে ২০০ টাকা, বাটা মাছ ৪০০ টাকা।
চকবাজারের মাছ বিক্রেতা বেলাল আহমেদ বলেন, বর্ষা মৌসুম হিসাবে বাজারে মাছের সরবরাহ ভালো ছিল। তাই গত কিছু দিন ধরে মাছের দাম স্থিতিশীল আছে। আশা করছি, সামনে মাছের দাম আরো কমবে।
বিডি প্রতিদিন/২৫ আগস্ট ২০১৭/আরাফাত